এক ধরণের বিদ্রোহ হল কবিতা
এক ধরনের বিদ্রোহ হল গান
পৃথিবীর যত ফয়দা লোটার যন্ত্র
করে দিতে চাই ভেঙেচুরে খান খান৷৷
এক ধরনের বিদ্রোহ হল সৃষ্টি
এক ধরণের বিদ্রোহ আনে প্রাণ৷
নিষ্পাণ এই সর্বংসহা রাজ্যে
অন্তর্ঘাতি আমাদের এই গান৷৷
এক ধরণের বিদ্রোহ ভালবাসা
এক ধরনের বিদ্রোহ হল দাবী
উগ্র প্রেমের ছুরিতে দিচ্ছি শান
দখল করব জীবনের মৃগনাভি৷
শরীরে চলছে কামনার বিদ্রোহ
গেরিলার মত নির্ভীক তার চোখ
আমার স্পর্ধা তোমারই জীবনমুখি
আমার লড়াই এবার তোমার হোক৷
এক ধরণের বিদ্রোহ হল চৈত্র
বিদ্রোহে পড়ে দমকা চৈতি হাওয়া
নাচে বিদ্রোহে কালবৈশাখী ঝড়
তুফানে ওড়ায় মুমূর্ষু চাওয়া-পাওয়া৷
পরিবর্তন চাওয়াটাই বিদ্রোহ
ধ্বংসের দাবী সৃষ্টিতে উদ্বেল
কামনায় আজ আগুন লেগেছে দেখ,
ভাবনায় ফাটে মলোটভ ককটেল৷৷
Anjan Roy
Sumon,
Bangla gaan apnar kache ase onektai sompurno hoyeche.apnar kache aro ontoto koyek hazar gaan chai.