হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়
খেতে ভীষণ ভাল্লাগে তাই পেটুক খালি হজমি চায়
ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে
মন চলে যায় বিকেলবেলা ফুচওয়ালার সন্ধানে
ঝাল চানাচুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়
এই জন্য এইসব জিনিস বিধান সভার জন্য নয়
পিপারমেন্ট কে সারা জীবন বলছে লোকে পেপের্মেন্ট
গভর্মেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট
বাব্ল্গামের বুদ্বুদটা তৈরী করা শক্ত খুব
সেইজন্য কি বাব্ল্ খালি মুখের ভেতর দিচ্ছে ডুব
বাদামতক্তি আমার ভক্তি তিলের নাড়ু পেলেই খাই
জয়নগরের মোয়াও কিন্তু সময়মত আমার চাই
ললিপপের রাংতাটাকে কায়দা ক\’রে খোলার পর
মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ ক\’রে জব্দ কর
চকলেটে আর চিকলেটে কি লেট করে কেউ এমনিতে
কেউ কি পারে – কেউ কি পারে ইচ্ছে ক\’রে কম নিতে
প্রজাপতি বিস্কুটটাও ভালৈ লাগে কামড়াতে
চাটনি জমে দিব্যি ভালো কামরাঙা আর আমড়াতে
আমসজ্জ্বের মাহাত্ম্যটা টকমিষ্টির টাক্রাতে
চাটনি যখন বললে তখন মেশাও আলুবখরাতে
সুকুমারের পদ্য প\’ড়ে পাচ্ছি মুখে মিষ্টি সুর
ছন্দে কথায় ডাকছে আমায় পাঁউরুটি আর ঝোলাগুড়৷
সর্বংসহা
ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে
মন চলে যায় বিকেলবেলা ফুচওয়ালার সন্ধানে….
/ঝাল চানাচুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়
এই জন্য এইসব জিনিস বিধান সভার জন্য নয়
পিপারমেন্ট কে সারা জিবিন বলছে লোকে পেপের্মেন্ট
গভর্মেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট /
উল্লেখিত লাইনগুলি কোনো কারণে বাদ পরে গিয়েছে . একটু দয়া করে ঠিক করে নিলে ভালো হতো.
Bangla Lyrics
ধন্যবাদ। দেখুন তো এবার ঠিক আছে কিনা?