ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন
ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন
আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি
মাঝখানে কিছু ছুটি কাটাবার দিন
ছুটির ঘুড়িটা ছুটির আকাশে ওড়ে
ঘুড়িতে ঘুড়িতে ছুটির লড়াই লাগে
ছুটির মাঞ্জা পাঞ্জা লড়তে এলো
দেখি কার ঘুড়ি ছুটি পেয়ে যায় আগে৷
ছুটির পাখীটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দী পালাতে পারে না তাই
দানাপানি তুমি যতই দাওনা তাকে
পাখীর কিন্তু ছুটির আকাশ চাই৷
ভোরের মাটিতে শিউলিফুলের ছুটি
মেটে রং ডাকে সবুজকে আয় আয়
রংগুলো হয় একাকার ছুটি পেলে
ঘাসে সবুজ রোদ্দুরে মিশে যায়
রোদ্দুরে ছুটি পেয়ে গেল প্রজাপতি –
যেখানে ইচ্ছে, যতবার খুশি ঘোরে
ডানায় ডানায় খুশির দিগ্বিজয় দিগ্বিজয়
রঙে আর রঙে ছুটির নিশান ওড়ে৷
ছুটির পাখীটা …
বছর খানেক চাকরি বাকরি করে
(…?) জেঠু নিয়েছেন অবসর
দূরদর্শনে দেখছেন ছুটি ছুটি
পেয়েছেন ছুটি অনেক বছর পর
মনে পড়ে তাঁর আরেক জনের কথা
ধিতা ংধিতা ংবোলের ছন্দে সুরে
ছরিয়ে দিলেন গানের অজস্রতা
কাটা ছিল তাঁর টিকিট অনেক দূরে
ছুটির পাখীটা …
Leave a Reply