যমুনে এই কি তুমি সেই যমুনা প্রবাহিণী ?
যার বিমল তটে রূপের হাটে বিকাতো নীলকান্তমণি৷
কোথা বা সে ব্রজের শোভা
গোলক হ\’তে মনোলোভা
কোথা সে রাম-বলরাম সুবল সুদাম
কোথা সেই সুনীল তনু ধেনু বেণু
মা যশোদা আর রোহিণী ?
কোথা চারু চন্দ্রাবলী
কোথা সেই জলকেলি
কোথা ললিতা সখী সুহাসিনী
কোথা সেই বংশীধারী রাসবিহারী
বামেতে রাই বিনোদিনী ?
Aurobindo Banerjee
কথামৃত-তে উল্লিখিত “কোঁ কোঁ কোঁ বহরে ঝড়” গানটির রচয়িতার নাম এবং সম্পূর্ণ কথা উদ্ধার করা সম্ভব কি?
অরবিন্দ বন্দ্যোপাধ্যায়
দিল্লী
২৪-১১-২০২০
Shourav
এই গানে কি রাগ ব্যবহৃত হয়েছে??