টুপটাপ টুপটাপ টুপটাপ
বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছেই
চুপচাপ চুপচাপ চুপচাপ
চেয়ে চেয়ে দুই আঁখি শুধু ঝরছে তো ঝরছেই
এসো না দুজনা আমি আর তুমি
হয়ে যাই মুখর সরস ভুমি
বৃষ্টির ঢাকনায় স্বপ্নের পাখনায়
উড়ে যাই চলে যাই পিছে ফেলে ভাবনা
চুপচাপ চুপচাপ চুপচাপ
টুপটাপ …
কেন যে বোঝোনা প্রিয়া গো আমার
আকাশ মাটির মিলন বারবার
দুঃখের বরষায় সখ্যের ভরসায়
মিলে যায় মিশে যায় সবুজের বন্যায়
চুপচাপ চুপচাপ চুপচাপ
কথা ও সুর সলিল চৌধুরী, শিল্পী তালাত মাহমুদ, ১৯৮২-র Artap ছবির জন্য৷
Leave a Reply