একদিন ফিরে যাব চলে
বাঁধন ছিন্ন করে
এ ঘর শূন্য করে
পারো যদি যেয় ভুলে৷
মনে মনে হয়তো বা কিছুদিন ডাকবে
কিছু কিছু গান মোর মনেতে রাখবে
মনে মনে হয়তো বা ডাকবে
আমি তখন সুদূর পারে
অতীত মাঝে হব বিলীন
একদিন ফিরে যাব চলে
আমি সব ঝর্নার ঝরঝর ছন্দে
মিশে যাব বকুল চামেলীর গন্ধে
সৌরভে ছন্দে আনন্দে
তোমার সকল খুসীর খেলায়
আমায় পাবে তোমার দলে
\’\’হায় দিল কাঁহা তেরী মনজিল
না কোয়ি দীপক হায়
না কোয়ি তারা হায়
দিল হায় জমিন দিল আশমান\’\’৷
লিখেছেনঃ সলিল চৌধুরী, গেয়েছেনঃ দ্বিজেন মুখোপাধ্যায়, ছায়াছবিঃ মায়া (১৯৬১)
Leave a Reply