আমরা খাব মুড়কি মুড়ি
তোমরা চিকেন চাউ
তোমরা হলে এসেনশিয়াল
আমরা হলাম ফাউ
তোমরা খাওয়াও গনেশকে দুধ
ইঁদুরকে দাও কোক
আর রিমোট ঘোরাও ইচ্ছেমতন
হাঘরে দর্শক
খেলছে শচীন, খেলছে শচীন
মারছে শচীন ছয়
খেলছে শচীন, খেলছে শচীন
মারছে শচীন চার
পান্তা ভাতে হাড় হাভাতে
পাবদা মাছের ঝোল
নেটি পেটি ক্যাবলা টেটি (এই লাইনটা কারো মনে আছে?)
বঙ্গনারীর কোল
ছুটছে টাবু, ছুটছে কাজল
দেখ সে নদীয়ায়
পুচকে ছানার উত্তেজনা
মাল্টিমিডিয়ায়
(খেলছে শচীন … )
উড়ছে টাকা, ঘুরছে চাকা
হারছে পাকিস্তান
খাবদাব কলকলাব
পুষব হনুমান
আমিও দাদা রাজপেয়াদা
হচ্ছি হাতেমতাই
আর তোমরা যাকে করছ বিয়ে
আমিও তাকে চাই
(খেলছে শচীন .. )
ঝগড়াঝাঁটি দাঁতকপাটি
বিধানসভায় ঘুম
রাস্তাজুড়ে আস্তাকুঁড়ে
খাচ্ছি বেমালুম
কালকে ছিলাম মোহনবাগান
আজকে এয়ারটেল (?)
ডুগডুগি বানইল মোরে
ভানুমতির খেল
(খেলছে শচীন … )
Sayan Modak
Ota Airtel nah Puyol 10. Meant FC Barcelona.
Aar prthom line ta jeta karo mone achhe kina aapni jiggesh korechhen ota actually ki otar jonnoi lyrics ta khujchhilam.