ওঠো ওঠো মা গৌরী হিমানী আর নাই
সোনামতি রাঙা রোদে গাঙ সিনানে যাই
গৌরী গৌরী ফিরে চাও
ঘাটে এলো সপ্ত নাও
গৌরী গৌরী ফিরে চাও
ঘাটে এলো সপ্ত নাও
হলুদ বরণ গৌরী যাবে বরণ দোলায় চড়ে
সিঁদুরে চন্দন মুখে রাঙা রোদ পড়ে
কত বহুরি কত ঝিউড়ি শঙ্খ বাজালো
গৌরী যাবে অনেকদূরে আকাশ করে আলো
এতো কালের মাটি তোমায় অন্ন দিলো বলে
তারে তুমি রেখো মনে যেয়ো না মা ভুলে
নদী তোমায় জল দিলো তরু দিলো ছায়া
আমি দিলেম স্নেহ যখন ছিলে অসহায়া
পোড়া আঁখি জলে ভাসে হাসিখানি মুখে
লক্ষ্মী হয়ে থেকো যেন সবারই সম্মুখে
গৌরী গৌরী ফিরে চাও
ঘাটে এলো সপ্ত নাও
গৌরী গৌরী ফিরে চাও
ঘাটে এলো সপ্ত নাও
Leave a Reply