সারারাত জ্বলেছে নিবিড়
ধুসর নীলাভ এক তারা
তারই কিছু র ংনাও তুমি
তারই কিছু র ংনাও তুমি
শহরে জোনাকি জ্বলে না নয়তো
কুড়োতাম সে আগুন নীল হয়তো
যা কিছু নেই
নাই বা হল সব পাওয়া
না পাওয়ার রঙ নাও তুমি
না পাওয়ার রঙ নাও তুমি
বড় বেরঙীন আজকাল
কাছাকাছি
কোন রঙ পাইনা,
তাই দিতে পারি না কিছু
কিছুই রাঙানো হল না নয়তো
আগামীর রঙে ছোপাতাম হয়তো
এই মলিন আর এ ধুসর পথ চাওয়া
এ চাওয়ার রঙ নাও তুমি
আগামীর রঙ নাও তুমি
– সুমন চট্টোপাধ্যায়
Sat
Kabir Suman please