যাও যাও গিরি আনিতে গৌরী উমা না কি বড় কেঁদেছে দেখেছি স্বপন নারদ বচন উমা মা মা বলে কেঁদেছে৷ সোনার বরনী গৌরী আমার ভাঙ্গর ভিখারী জামাই তোমার মায়ের (মেয়ের??) বসন ভূষন সব আভরন তাও বেঁচে না কি ভাঙ খেয়েছে৷ Category: ভক্তিগীতিপূর্ববর্তী:« যাও গো জননি জানি তোরেপরবর্তী:যাব না যাব না যাব না ঘরে »
Ranajn August 12, 2009 at 9:38 pm খুব ভাল লাগল। আমি একটা গান খুজছি। তাহল, গিরি কি সুধাও হে সমাচার।। ……………. সে উমা আমার উমা নাহি আর। এরকম। জানালে কৃতকজ্ঞ থাকতাম। Reply
Suman Kumar Ghosh September 1, 2016 at 5:09 am “যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে ~” এই গানখানির গীতিকার এবং সুরকার কে – যদি জানা থাকে ? Reply
Ranajn
খুব ভাল লাগল। আমি একটা গান খুজছি। তাহল,
গিরি কি সুধাও হে সমাচার।।
…………….
সে উমা আমার উমা নাহি আর।
এরকম। জানালে কৃতকজ্ঞ থাকতাম।
Suman Kumar Ghosh
“যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে ~”
এই গানখানির গীতিকার এবং সুরকার কে – যদি জানা থাকে ?
রাহুল দত্ত
শ্রী গিরীশ ঘোষ
রাহুল দত্ত
আগমনী গান।
রচয়িতা – শ্রী গিরীশ ঘোষ।