এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না৷ বলে বলুক লোকে মন্দ কারো কথা শুনব না৷৷ যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না৷ এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না৷ Category: ভক্তিগীতিপূর্ববর্তী:« এখনো সেই বৃন্দাবনেপরবর্তী:এমন দিন কি হবে মা তারা »
Sukram Mahato
Very good