গো মা আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ কোরো না৷
(ওমা) ও দুটি চরণ বিনে আমার মন, অন্য কিছু আর জানে না৷৷
তপন-তনয় আমায় মন্দ কয়, কি বলিব তায় বল না৷
ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা৷
অকুল পাথারে ডুবাবি আমারে (ওমা) স্বপনেও তাতো জানি না৷৷
আমি অহর্নিশি, শ্রীদুর্গানামে ভাসি, তবু দু:খ রাশি গেল না৷
এবার যদি মরি ও হরসুন্দরী, তোর দুর্গানাম আর কেউ লবে না৷৷
পূর্ববর্তী:
« গিরি গণেশ আমার শুভকারী
« গিরি গণেশ আমার শুভকারী
পরবর্তী:
চাঁদিনী রাতে কে গো আসিলে »
চাঁদিনী রাতে কে গো আসিলে »
Leave a Reply