সুদূর সমুদ্দুর
প্রশান্তের বুকে, হিরোশিমা দ্বীপে
আমি শঙ্খচিল৷
আমার দুডানা ঢেউয়ের দোলা
আমার দুচোখে
নীল, শুধু নীল৷
সাগরের জলে সিনানের শেষে
প্রবালের সিঁড়ি বেয়ে
মত্স্যগন্ধা মেয়ে
ঝিনুকে নুপুরে
রুনুক ঝুনুক
যেত সে সাগরিকা
ঝিলিক মিলিক নাচিয়ে গলায়
মুক্তার মালিকা৷
পূর্বাচলের প্রাঙ্গনে
সাগরিকার অঙ্গনে
দিক্বধুরা খেলে রে,
সমুদ্র হিল্লোলে তার
দোলে হদৃয় দোলে,
শঙ্খচিলের সঙ্গীতে তার
স্বপন দুয়ার খোলে
দারুচিনি বনের পাতায়
সোহাগ চামর দোলে,
দোলে হদৃয় দোলে৷
হঠাত্ সেদিন,
শুভ্র শরত্ সকালে
মায়াবী রোদে,
রূপালী ঝলক
ছিন্নভিন্ন করে
কোন বিষাক্ত বাসুকীর ফনা
দিগন্ত দিলো ঢেকে
দিগন্ত দিলো ঢেকে৷
প্রলয়ংকর নি:শ্বাসে তার
ধ্বংস ছড়ালো দিগ্বিদিক
আণবিক, সেই দাণবিক
মৃত্যু নৃত্য নেচে
ধ্বংসনৃত্য নেচে
দারুণ আগুন দহন জ্বালায় দগ্ধ ভস্মিভূতা
প্রশান্তদুহিতা
বাতাসে ঝরিছে বাদল ঝিরিঝিরি
আকাশে ঝরিছে তারা
দিকবধুরা গুমরিয়া
কাঁদিছে সঙ্গীহারা
বেলাভূমি বুকে
আছাড়ি ঢেউ কাঁদে
কোথা সাগরিকা গো৷
আমার এ অঙ্গীকার
আমার এ অঙ্গীকার
আক্রান্ত প্রশান্তের অশান্ত বিহঙ্গ
দুরন্ত দুর্নিবার
দুরন্ত দুর্নিবার৷
ঝড়ের নিশানা
আমার দুডানা
চীরউড্ডেন অক্লান্ত
প্রশান্ত হতে অতলান্ত
প্রতিরোধ, প্রতিশোধ
চীরক্ষমাহীন, চীরক্ষমাহীন৷
আমার শান্তিগানে বিদ্রোহ বাণ হানে
আফ্রো-এশিয়া-আমেরিকায়
আমার ডানায় তোলে আঁধিয়া আকাশতলে
ঝনক ঝনন মরুঝঞ্ঝা, সাহারার৷
নদনদী বন্দরে অরণ্য প্রান্তরে পাহাড়ে গহ্বরে
রক্তে আদায় করি রক্তের ঋণ
আমি ভিয়েতমিন, আমি ভিয়েতমিন, আমি ভিয়েতমিন৷
মাহিন
গানটির লিঙ্কটি কি কারো কাছে আছে? দয়া করে শেয়ার করুন।