ইন্দি-বিন্দি-সিন্দি
উঁকি মারে গাছের আড়াল থেকে৷
শনিবারে একদিন নাকিসুরে গাইল \’সে\’ গান –
তাই শুনে ইন্দি-বিন্দির উড়ে গেল প্রাণ৷
ইন্দির খিদে পেল
গাছ থেকে নেমে এল,
খিচুড়ি খাবে বলে কাঁদিল রে৷
মা এসে দু-ঘা দিল
খাওয়া-টাওয়া ঘুচে গেল৷
ইন্দি-বিন্দি রাগ করে শুতে গেল রে৷
– প্রচলিত
পরিচয়
খুব ভালো লাগল। আজ থেকে প্রায় তিন যুগ আগে এই গানটি শুনিয়ে আমায় ঘুম পাড়ানো হত। আজ আমার পুত্রের খুব প্রিয় গান। যাই হোক গানটি প্রচলিত। কাজেই কোনো জায়গায় সামান্য একটু অন্য রকম জানি। সেটা নিচে দিলাম
ইন্দি-বিন্দি-সিন্দি
উঁকি মারে রাত্তিরে গাছের আড়াল থেকে ৷
একদিন শনিবারে কে যেন নাকিসুরে গাইছিল গান –
তাই শুনে ইন্দি-বিন্দির উড়ে গেল প্রাণ ৷
ইন্দির খিদে পেল
গাছ থেকে নেমে এল,
খিচুড়ি খাবে বলে কাঁদিল রে৷
মা এসে দু-ঘা দিল
খাওয়া-দাওয়া ঘুচে গেল৷
ইন্দি-বিন্দি রাগ করে শুতে গেল রে৷
প্রসঙ্গত জিজ্ঞেস করি কারও কাছে কি এই গানটির কোনো mp3 version আছে বা কোথায় পাওয়া যেতে পারে যদি কেউ জানেন