আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী
আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
ভেব না হঠাত্ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা\’র পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের একটু হাসি ।
(সুরঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়, শিল্পীঃ মান্না দে)
Tushar Kanti Roy.
I am looking for this song (আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি) in mp3 format. Can help anybody help me.
[email protected]
kanan das gupta
Dada camon acen
ইন্দ্র
কারও কাজে বাধা “দিলে” এর স্থলে বোধহয় “হলে” হবে
একটু দেখবেন প্লীজ যদি সম্ভব হয় সংশোধন করবেন
আর হ্যা কিছু মনে করবেন না প্লীজ
Bangla Lyrics
মনে করার কি আছে! ভুল হলে আপনারাই তো ধরিয়ে দেবেন।
অনেক অনেক ধন্যবাদ।
ইন্দ্রজিত্ বিশ্বাস
ধন্যবাদ
সোহম চক্রবর্তী--জয়(মিউজিশিয়ান/পারকাশানিষ্ট)
আমায় একটু জায়গা দাও “মায়ের” মন্দিরে বসি,,,
এই হল গানটির প্রথম লাইন,কিন্ত এখানে “মায়ের” কথাটা missing,একটু দেখে নেবেন প্লিজ ।।
আর এই গানটির original soundtrack টা আমার বাজানো,সেই অর্থে আমি খুবই ভাগ্যবান,এগুলো শুনলে বা দেখলেই সব পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়,,,যাইহোক ভাল থাকবেন আপনারা সবাই,,,❤
Bangla Library
ক্ষমার অযোগ্য একটি ভুল! ধন্যবাদ।