কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে \’অ্যামেচার\’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।
সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
(সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ, শিল্পীঃ মান্না দে)
রাজীব বন্দ্যোপাধ্যায়
পাঁচ নম্বর স্তবকে পাঁচ নম্বর চরণে “ম্যানেজার” শব্দের বদলে “অ্যামেচার” হবে।
সুরকার “স্বপন” নন “সুপর্ণ”।
Anjum
কই সব তো ঠিকই আছে
আসিফ ইকবাল
একদম সঠিক
Bangla Lyrics
ধন্যবাদ রাজীব। ভুল সংশোধন করা হয়েছে।
akfara
Shundor posting (for Coffee House). Dhonnobaad.
Ekta banan ichche korle thik kore dite paren (jodio emon kichu bhul noy).
Shaata peyala ajo (typed ojo in Bangla)
Saiful Islam Suman
Thanks for lyrics
Seikh Farid
আমার এ গনটা অনেক ভাল লাগে । যত বার শুনেছি তত বারি ভাল লেগেছে ।.
সনেট
ধন্যবাদ,গানটা আমার অনেক প্রিয়
refayet
ধন্যবাদ,গানটা আমার অনেক প্রিয়
তাপস
“চারটেতে শুরু হয়ে ” এখানে “করে ” হবে । সুতারাং , ” চারটেতে শুরু করে” সঠিক । এছাড়া,” কত স্বপনের রোদ ওঠে” এখানে ” স্বপনের ” বানানে “প” এর নিচে হসন্ত হবে ।
Bangla Lyrics
ধন্যবাদ।
Rongdhonu
কফি হাউজে আর কখনও দেখা যাবে না প্রিয় গায়ক মান্না দে-কে!আমি তাকে প্রচন্ড মিস করছি।তুমি আবার এই বাংলার কফি হাউজে ফিরে এস…………..
Md Momin Moll
পছন্দ মতো গান