মাধব বহুত মিনতি করি তোয় |
দেই তুলসী তিল দেহ সমপিল
দয়া জনু ছোড়বি মোয় ||
গণইতে দোষ গুণ-লেশ না পাওবি
যব্ তুহুঁ করবি বিচার |
তুহু জগন্নাথ জগতে কহায়সি
জগ বাহির নহ মুঞি ছার ||
কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে
অথবা কীটপতঙ্গ |
করম-বিপাকে গতাগতি পুন পুন
মতি রহুঁ তুয়া পরসঙ্গ ||
ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর
তরইতে ইহ ভবসিন্ধু |
তুয়া পদপল্লব করি অবলম্বন
তিল এক দেহ দীনবন্ধু ||
পূর্ববর্তী:
« মাতা যায় মহাদেবী সতী (আত্মপরিচয়)
« মাতা যায় মহাদেবী সতী (আত্মপরিচয়)
Leave a Reply