আএল ঋতুপতি রাজ বসন্ত |
ধাওল অলিকুল মাধবি-পন্থ ||
দিনকর-কিরণ ভেল পৌগণ্ড |
কেসর-কুসুম ধএল হেম দণ্ড ||
নৃপ আসন নব পীঠল-পাত |
কাঞ্চন-কুসুম ছত্র ধরু মাথ ||
মৌলি রসালমুকুল ভেল তায় |
সমুখহি কোকিল পঞ্চম গায় ||
সিখিকুল নাচত অলিকুল যন্ত্র |
দ্বিজকুল আন পঢ় আসিখ-মন্ত্র ||
চন্দ্রাতপ উড়ে কুসুম-পরাগ |
মলয়-পবন সহ ভেল অনুরাগ ||
কুন্দবল্লী তরু ধএল নিসান |
পাটল তূণ অসোকদল বান ||
কিংসুক লবঙ্গলতা একসঙ্গ |
হেরি সিসির ঋতু আগে দল ভঙ্গ ||
সৈন সাজল মধুমখিকাকুল |
সিসিরক সবহু কএল নিরমূল ||
উধারল সরসিজ পাওল প্রাণ |
নিজ নবদলে করু আসন দান ||
নববৃন্দাবন রাজ বিহার |
বিদ্যাপতি কহ সময়ক সা
পূর্ববর্তী:
« অব মথুরাপুর মাধব গেল
« অব মথুরাপুর মাধব গেল
পরবর্তী:
আওল যৌবন শৈশব গেল »
আওল যৌবন শৈশব গেল »
Leave a Reply