গগনে ভরল নব বারিদ হে
বরখা নব নব ভেল |
ঝর ঝর বাদর ডাকে ডাহুকী সব
শবদে পরাণ হরি নেল ||
চাতক চকিত নিকট ঘন ডাকই
মদন বিজয়ী পিকরাব |
মাস আষাঢ় গাঢ় বিরহ বড়
বরখা কেমলে গোঁয়াব ||
সরসিজ বিনু সর শোভা না পাবই
কমল না শোভে অলিহীনা |
হাম কমলিনী কান্ত দেশান্তর
কত না সহ দুখ দীনা ||
সঞ্চরু সঘন সৌদামিনী জনু
বিন্ধয়ে শর খরধার |
মাস সাঙনে আশ নাহি জীবনে
বরিখয়ে জল অনিবার ||
নিশি আন্ধিয়ার অপার ঘোরতর
ডাহুকি ডহ ডহ ভাখ |
বিরহিনী-হৃদয় বিদারণ ঘন ঘন
শিখরে শিখন্ডিনী ডাক ||
উনমতি শকতি আরোপয়ে কাম নিতি
জনু সব-সাধন লাগি |
ভাদর দর দর অন্তর দোলন
মন্দিরে একলি অভাগী ||
উলসিত কুন্দ কুমুদ পরকাশিত
নিরমল শশধর কাঁতি |
ঘরে ঘরে নগরে নগরে সব রঙ্গিণী
নাহি জানে ইহ দিনরাতি ||
চির-পরবাসী যতহুঁ পরদেশী
সব পুন নিজ ঘরে গেল |
মাস আশিন খীন ভেল কলেবর
জ্ঞান কহে দুখ কোন দেল ||
পূর্ববর্তী:
« খেলত ন খেলত লোক দেখি লাজ
« খেলত ন খেলত লোক দেখি লাজ
Leave a Reply