সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
অনলে পুড়িয়া গেল |
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল ||
সখি কি মোর করমে লেখি |
শীতল বলিয়া ও চাঁদ সেবিনু
ভানুর কিরণ দেখি ||
উচল বলিয়া অচলে চড়িতে
পড়িনু অগাধ জলে |
লছিমি চাহিতে দারিদ্র্য বেঢ়ল
মাণিক্য হারানু হেলে ||
নগর বসালাম সায়র বাঁধিলাম
মাণিক পাবার আশে |
সাগর শুকাল মাণিক লুকাল
অভাগার করম-দোষে ||
পিয়াস লাগিয়া জলদ সেবিনু
বজর পড়িয়া গেল |
জ্ঞানদাস কহে কানুর পিরীতি
মরণ অধিক শেল ||
————————–
চণ্ডীদাস ভার্সন–
সুখের লাগিয়া, এ ঘর বাঁধিনু,
আগুণে পুড়িয়া গেল।
অমিয়া সাগরে, সিনান করিতে,
সকলি গরল ভেল।।
সখি! কি মোর কপালে লেখি!
শীতল বলিয়া, চাঁদ সেবিনু,
ভানুর কিরণ দেখি।।
উচল বলিয়া, অচলে চড়িনু,
পড়িনু অগাধ জলে।
লছমী চাহিতে, দারিদ্র বেঢ়ল,
মাণিক হারানু ছেলে।।
নগর বসালেম, সাগর বাঁধিলাম,
মাণিক পাবার আশে।
সাগর শুকাল, মাণিক লুকাল,
অভাগীর করম দোষে।।
পিয়াস লাগিয়া, জলদ সেবিনু,
বজর পড়িয়া গেল।
কহে চণ্ডীদাস, শ্যামের পিরীত,
মরমে বহল শেল।।
————–
অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।
কপালে – পাঠান্তর–\”করমে\”–প্রা, কা, সং।
উচল বলিয়া, অচলে চড়িনু – পাঠান্তর–\”উচল হইতে, নিচলে চাপিয়া\”–প্রা, কা, সং।
চাহিতে – পাঠান্তর–\”সেবিতে\”–প্রা, কা, সং।
এই পদটি জ্ঞানের বলিয়া উল্লেখিত আছে–প, ক, ত; লী, স।
জ্ঞানদাসের ভণিতা এইরূপ–
\”পিয়াস লাগিয়া, জলদ সেবিনু,
পাইনু বজর তাপে।
জ্ঞানদাস কহে, পিরীতি করিয়া,
পাছে কর অনুতাপে।।\”
–প, ক, ত; লী, স।
আহমেদ শামীম
’অভাগার করম-দোষে’ কথাটা বাংলার ’ভাব’ এর একটা অবিচ্ছেদ্য অংশ। তাই মনে হয়, বাংলার প্রধান ভাব অদ্ষ্টবাদ নয় কর্মবাদ।
সঞ্জয় আচার্য
কানুর পিরীতি বোঝা দায়।
Koushik Mazumder Shuvo
লিংকটা আবার দিন গানটা দরকার