উঠ গো, ভারত লক্ষ্মী! উঠ আদি জগত-জন-পূজ্যা!
দুঃখ দৈন সব নাশি\’, কর দূরিত ভারত লজ্জা |
ছাড়গো, ছাড় শোক-শয্যা, কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধন-ধান্যে!
জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |
কাণ্ডারি! নাহিক কমলা, দুখ লাঞ্ছিত ভারতবর্ষে,
শঙ্কিত মোরা সব যাত্রী, কাল-সাগর-কম্পন-দর্শে,
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে |
জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |
ভারত-শ্মশান কর পূর্ণ পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে,
দ্বেষ হিংশা করি চূর্ণ, কর পূরিত প্রেম-অলি-গুঞ্জে
দূরিত করি পাপ-পুঞ্জে, তপঃ-পুঞ্জে,
পুনঃ বিমল কর ভারত-পূণ্যে |
জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;
কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |
পূর্ববর্তী:
« ভক্তিগীতি – মোঃ নাঈম মিয়া
« ভক্তিগীতি – মোঃ নাঈম মিয়া
পরবর্তী:
মন কেন মায়ের চরণছাড়া »
মন কেন মায়ের চরণছাড়া »
শ্রীদীপ ধর
এই গানটি ইন্টারনেটের কোথাও ডাউনলোডের জন্য সার্চ করেও পেলাম না। এমনকি http://www.esnips.com -এও নয়।
মাননীয় প্রকাশকের কাছে বিনীত অনুরোধ, আমার মতো লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী বাঙালীর এই আশা পূরণ করুন। এই গান কোনো পাবলিক ওয়েবসাইটে আপলোড করে আমাদের অনুরোধ রক্ষা করুন।
গানটির লিরিকটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।