আমি না লইলাম আল্লাজির নাম |
না কইলাম তার কাম |
বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম ||
ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া |
আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া ||
নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ |
এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ ||
আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি |
চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি ||
কান্দে কান্দে হাছন রাজা, কী হবে উপায় |
হাসরের দিন যখন পুছিবে খোদায় ||
ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ |
(কেবল) এক মনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস ||
পূর্ববর্তী:
« আমি দুগ্ধ তুমি মাখন, আমি পাথর তুমি আগুন
« আমি দুগ্ধ তুমি মাখন, আমি পাথর তুমি আগুন
পরবর্তী:
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা »
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা »
Leave a Reply