এই রাত তোমার আমার—
ঐ চাঁদ গেমার আমার,
শুধু দুজনের।
এই রাত শুধু যে গানের—
এই ক্ষণ এ দুটি প্রাণের,
কুহু কূজনের।
এই রাত তোমার আমার।
তুমি আছে—আমি আছি তাই–
অনুভবে তোমারে যে পাই,
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার।
———-
‘দীপ জ্বেলে যাই\’ কথাচিত্রের গান।
সুর ও শিল্পী : হেমন্ত মুখোপাধ্যায়।
Reeyaad Mridha
Awesome