যখন মনের ভেতর সূর্যটা হটাত্ ডুবে যায়,
যখন আশা ভরসা সব রাস্তা হারায়।
যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়,
যখন বাসের ভিড়ে গলার ভিতর কান্না চাপতে হয়।
জেনো তোমার মতই আমি ঠাকরে বেড়াই
জেনো তোমার মত আমার বন্ধু একটা চাই।
যেমন মাঝ দরিয়ার নৌকো ফিরে আসে কিনারায়,
ওরে মানুষ যথন আছে তখন হাত জুটে যায়।
শেষ বলে কিছু নেই।
শেষ বলে কিছু নেই।
শেষ যেখানে, জেনো শুরু সেখানে
পূর্ববর্তী:
« শেষ প্রহরের ভীরু নয়ন ব্যথায় ছল ছল
« শেষ প্রহরের ভীরু নয়ন ব্যথায় ছল ছল
পরবর্তী:
শেষে ট্রামে দুজনাতে »
শেষে ট্রামে দুজনাতে »
প্রভাত
খুব ভাল লাগলো।।।।।।।