নাম আমার আলীবাবা, বয়স আমার দশ,
আজকে দিনটা বড়, আজকে শিশু দিবস।
চারটে মুরগী ছাড়ালে, একটা টাকার নোট,
ওই কালো ড্রামের ভেতর ওরা করছে যে ছট্ ফট্।
নাম আমার আলীবাবা, বড়দিনের ভীড়।
তাই রক্তে মাখা মাখি আমার সারাটা শরীর।
শীত যে আমার করছে না কো, নেই যে অবকাশ,
আটতিরিশটা পাখি মানে ন টাকা পঞ্চাশ।
রাতের বেলায় ফিরে এসে চাচার পিঠ মালিশ,
নেই যে আমার বিছানা, নেই যে বালিশ।
তবু ঘুম যে আমার চলে আসে ডিসেম্বর মাসে।
স্বপ্ন দেখি, ঘুড়ি ওড়াই টানা আকাশে।
কান্না আমার যাচ্ছে কমে, বাড়ছে যে সাহস,
নাম যে আমার আলীবাবা, বয়স এখনো দশ।
পূর্ববর্তী:
« আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই
« আর দূর নেই দিগন্তের বেশী দূর নেই
পরবর্তী:
আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই »
আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই »
Leave a Reply