অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন,
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন,
একই কক্ষ্যপথে ঘোরাই জীবন,
স্বপনের সমাধি খোড়াই জীবন,
মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে,
তাকেই লালন করে চলাই জীবন।
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,
রাম, ইসলাম আর যিশুরা জীবন,
অষুধের বিষপান করাই জীবন,
চিকিত্ সাহীন হয়ে মরাই জীবন।
যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন,
স্বপ্নে বেচা কেনা করাই জীবন,
দেয়ালে ঠেকলে পিঠ লড়া ই জীবন,
প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে,
\’এ জীবন চাই না\’, তা বলাই জীবন।
akfara
Antobihin path chola
Nachiketa
Ontabihin poth cholai jibon
Shudhu jiboner kotha bolai jibon
Jibon proshob kore cholai jibon
Shudhu jog-biyoher khekai jibon
Shudhu surjer pane dekhai jibon
Jibon-ke vogh kore ekai jibon
Eki kokkho-pothe ghorai jibon
Shoponer shomadhi gorai jibon
Moner gopon ghore, je shapod ghor kore
Takei lalon kore cholai jibon
Footpath-e bewarish shishura jibon
Raam, Islam aar Jishu-ra jibon
Oshudher bish paan korai jibon
Chikitsha-heen hoye mora-i jibon
Je meyeta rouj rate, bodlay haat e haate
Taar ovishaap niye cholai jibon
Protibaad protirodh-e namai jibon
Lokkhe pounche tobe thamai jibon
Shopne becha-kena korai jibon
Deyale thekle pith, lorai i jibon
‘E jibon chai na’ taa bolai jibon
Text in Latin [email protected]
Heart Raiyan
GREAT S0NG….L0VE U N0CHIKETA.
Mohammad Jewel
nice
জনি
আসলেই জীবনটা কি ? যার নেই কোনো সংঙ্গা ,নেই কোনো নিদিষ্ট বর্ণনা । শুধু আছে সূচনা আর বাকি সব উপসংহার ।
Anisul Islam
নচিকেতার মাথায় যেই চিন্তা আসছে । অন্য কারও মাথায় এই চিন্তা আসবে না ।
Lumen Hedayet Hossain
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন,
একই কক্ষ্যপথে ঘোরাই জীবন,
স্বপনের সমাধি খোড়াই জীবন,
মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে,
তাকেই লালন করে চলাই জীবন।
Sanjoy Acharjya
শুদ্ধপাঠ :
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন।
জীবন প্রসব করে চলাই জীবন,
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।।
শুধু সূর্যের পানে দেখাই জীবন,
জীবনকে ভোগ করে একাই জীবন,
একই কক্ষপথে ঘোরাই জীবন,
স্বপনের সমাধি খোঁড়াই জীবন,
মনের গোপন ঘরে, যে শাপদ হর করে,
তাকেই লালন করে চলাই জীবন।।
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,
রাম, ইসলাম আর যীশুরা জীবন,
ওষুধের বিষপান করাই জীবন,
চিকিৎসাহীন হয়ে মরাই জীবন।
যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন।।
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন,
স্বপ্নের বেচা কেনা করাই জীবন,
দেয়ালে ঠেকলে পিঠ লড়া-ই জীবন,
প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে,
‘এ জীবন চাই না’, তা বলাই জীবন।।