ঘুরঘুরঘুর ঘুরছে ঘুড়ি
পাকে পাকে, আহা!
নীলসাদাহলুদসবুজ
উড়ছে ঘুড়ি ঝাঁকে ঝাঁকে|
ছোট ছোট ছোট ছোট্ট ছেলে
দু\’হাত দিয়ে, আহা!
খোলখোলখোল জানলা খুলে
দেখছে আকাশ দু\’চোখ মেলে|
এক এক এক একলা ঘরে
দুপুর গড়ায় আহা!
মনমনমন আনমনা ভাব
কেমন যেন, মন কেমন করে|
ছোট ছোট ছোট ছোটে ছেলে
মেঘের কাছে, আহা!
মন মন মন মনে মনে
যাচ্ছে ফেলে সবকিছু ফেলে|
আহাহা যাচ্ছি আমি
তারার কাছে, আহা!
মেঘমুলুক আমার বাড়ি
দূর আকাশে দিচ্ছি পাড়ি|
টান টান টান টানছে সুতো
ফিরছে ঘুড়ি, আহা!
ঘর ঘর ঘর ফিরছে ঘরে
আকাশে ঘর-বাঁধা হল না তো|
——————————-
কলকাতা ১৯৯৫
Leave a Reply