আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ-এ চেপে
নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ|
আমি কখনও যাইনি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ,
ডানামেলা গাঙচিলে|
আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায় ?
বল, নেবে তো আমায় !
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না-বলা অনেক কথা, কথা তুলেছিলে :
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ?
যদি ভালবাসা না-ই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে ?
বল, কোথায় গিয়ে ?
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো,
এখনও গল্প লেখো, গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে,
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে|
আস্থা-হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দুহাত পেতেছি,
আমি দু\’চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু\’চোখ পেতেছি|
তাই তোমাদের কাছে এসে
আমি দু\’হাত পেতেছি|
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু\’চোখ পেতেছি|
Nusrat Hasan
Its so touchy song –one of my favorite
আব্দুল ওয়াহেদ নূর
১৮ নাম্বার লাইনে একই একই পরিবর্তে একিই একিই কথা বলা ।
rageshbarmon
i like you
ragesh
i like you
rumel
outstanding
Fiza
mind-blowing
zubaer
i like you
Saif
অসাধারণ বাংলা গান।
Anik Raj Deep
অসম্ভব প্রিয় ১টা গান.
Tanjina Punom
ridoi choya gan…..
Al-Amin Rahat Khan
🙂
Tareq Chowdhury
jotobar shuni totobar e sopno bandhar prostuti nei.