|| বেহাগ || জলদ তেতালা ||
সখি ! কোথায় পাব তারে, যারে প্রাণ সঁপিলেম |
যাহার কারণে আমি কলঙ্কী হইলেম ||
পরাণ কেমন করে, রহিতে না পারি ঘরে |
সুখ আশে দুঃখ নীরে এবে যে ডুবিলেম || ১ ||
আগেতে না জানি এত, এমন করিবে নাথ,
জানিলে কি করি প্রীত, না জান্যা করিলেম || ২ ||
Leave a Reply