|| মালকোষ || তাল হরি ||
এ কি তোমার মানের সময় ? সমুখে বসন্ত !
দেখ, কুসুম কাননে, বিহরয়ে অলিগণে, হরিষ নিতান্ত ||
মন্দ মন্দ সমীরণ, বহে অতি ঘনে ঘন, মদন দুরন্ত |
মনেতে বুঝিয়ে দেখ, বাহ্যেতে উদয় দেখ, যামিনীর কান্ত || ১ ||
অতি সুমধুর রব, করয়ে করিল (কোকিল) সব, হও হরষিত |
ইথে যদি থাকে মান, ঋতুরাজের অপমান, জানহ নিতান্ত || ২ ||
Leave a Reply