|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা ||কি চিত্র বিচিত্র কুসুম ঋতুর চরিত্র গুণ |
রতি পতি সেনাপতি, অনঙ্গ যাহার খ্যাতি, জ্বালাতনে করে
জ্বালাতন ||
দেখ, এমন পবন, জগত জনজীবন,
ঋতুগণে বিপরীত, হ\’য়ে হুতাশন বত,
দহে সদা বিরহিনী জনে || ১ ||
কোকিল মধুর স্বরে, অন্তর উল্লাস করে |
পথিকজনরমণী, ওই স্বর কর্ণে শুনি, বলে, —
বিষ শর নাশে পরাণ || ২ ||
Leave a Reply