|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা ||
ঋতুরাজ ! নাহি লাজ, একি রাজনীত ?
পরিবার যত, হয় এক মত, কামিনীর চিত, দহিতে উচিত ?
বল দেখি কোন রাজা,
বধ করে নারী প্রজা ?
তবে রাজা জানি, যদি পতি আনি, বাঁচাও কামিনী,
মদনের হাত || ১ ||
আপনার বিরহেতে,
আপনি জ্বলেছি তাতে |
শুনরে কোকিল, বধ কেন বল, কর কোলাহল,
যথা প্রাণকান্ত || ২ ||
Leave a Reply