|| বেহাগ || তেতালা ||
ভ্রমরারে ! কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে |
একি অপরূপ, সরোজে সদয়, নিদয় কেতকী কাননে ||
ত্যজিয়ে এমন সুখ, দুখে আগমন, বুঝিতে না পারি নাথ,
কহ কি কারণ |
অধিনীজনে কি পড়িয়াছে মনে, কি ভ্রমে আইলে এখানে || ১ ||
দেখহ তপন সখা জগতে বিদিত, হেরি হই বিকসিত,
থাকিলে মুদিত |
তাহার কিরণ, শেষে দহে প্রাণ, না হয় শীতল জীবনে || ২ ||
Leave a Reply