শ্যামা যদি হের নয়নে গো !
ইথে বল ক্ষতি কি তোমার ||
জননী হইয়ে এই যন্ত্রণা দেখিয়ে
দয়া না করিলে এ কোন্ বিচার
আগমে নিগমে শুনি পতিত-পাবনী তুমি,
আমি যে পতিত দুরাচার |
অধম-তারণ-বোলে, যদি মনে অভিলাষ,
কমলাকান্তেরে কর পার গো ||
পূর্ববর্তী:
« শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
« শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি
পরবর্তী:
শ্রাবণ ঝুলাতে বাদল রাতে »
শ্রাবণ ঝুলাতে বাদল রাতে »
Leave a Reply