সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী গো মা !
তুমি আপন সুখে আপনি নাচ, আপনি দাও মা করতালি ||
আদিভূতা সনাতনী, শূণ্যরূপা শশী-ভালী |
ব্রহ্মাণ্ড ছিল না যখন হে মা, মুণ্ডমালা কোথায় পেলি ||
সবে মাত্র তুমি যন্ত্রী, যন্ত্র আমরা তন্ত্রে চলি |
তুমি যেমন রাখো তেমনি থাকি, যেমন বলাও তেমনি বলি |
অশান্ত কমলাকান্ত বলে দিয়ে গালাগালি—
এবার সর্বনাশি, ধ\’রে অসি, ধর্মাধর্ম দুটোই খেলি ||
পূর্ববর্তী:
« সংসারে যদি নাহি পাই সাড়া
« সংসারে যদি নাহি পাই সাড়া
পরবর্তী:
সবারে বাস রে ভালো »
সবারে বাস রে ভালো »
Abhijit Chatterjee
ami ma kali ka dakha pawar mantro chi.
Abhijit Chatterjee
ma paya joba hoya thukta chi.
Paritosh Maity
PARITOSH
আলম গীর হুসেইন
অসাধারণ !