রংগে নাচে রণ-মাঝে, কার্ কামিনী মুক্তকেশী |
হৈয়ে দিগম্বরী ভয়ঙ্করী, করে ধরে তীক্ষ্ণ অসি ||
কে রে তিমির বরণী বামা, হৈয়ৈ নবীনা ষোড়শী |
গলে দোলে মুণ্ডমালা, মুখে মৃদু মৃদু হাসি ||
বিনাশে দনুজগণে, দেখে মনে ভয় বাসি!
দ্যাখো, শব-ছলে চরণ-তলে, আশুতোষ পড়িল আসি |
কে রে ! ডাকিনী যোগিনী, মায়ের সঙ্গে ফেরে অহর্নিশি |
ঘন ঘন হুহুঙ্কারে, দিতির নন্দন নাশি ||
কমলাকান্তের মন অন্য নহে অভিলাষি |
আমার কালো-রূপ অন্তরে ভেবে, সদানন্দ সদা সুখী।।
পূর্ববর্তী:
« যারা তোরে বাসলো ভালো
« যারা তোরে বাসলো ভালো
পরবর্তী:
রসনে, কালী নাম রটরে »
রসনে, কালী নাম রটরে »
Leave a Reply