কেন রে আমার শ্যামা মাকে বলো কালো।।
যদি কালো বটে, তবে কেন ভূবন করে আলো ?
মা মোর কখনো শ্বেত, কখনো পীত,
কখনো নীল-লোহিত রে ;—
আমি জানিতে না পারি জননী কেমন,
ভাবিতে জনম গেল রে।।
পূর্ববর্তী:
« কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া
« কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া
পরবর্তী:
কেমন করে তাড়াবে তারা »
কেমন করে তাড়াবে তারা »
Leave a Reply