আমায় সকল রকমে কাঙাল করেছে,
গর্ব করিতে চুর ;
যশঃ ও অর্থ, মান ও সাস্থ্য,
সকলি করেছে দূর |
ঐগুলো সব মায়াময় রূপে,
ফেলেছিল মোরে অহমিকা-কূপে,
তাই সব বাধা সরায়ে দয়াল
করেছে দীন আতুর ;
আমায় সকল রকমে কাঙাল করিয়া,
গর্ব করিছে চুর |
তাই, সকল রকমে কাঙ্গাল করিয়া,
গর্ব করিছে চুর |
ভবিতাম, \”আমি লিখি বুঝি বেশ,
আমার সংগীত ভালবাসে দেশ\”,
তাই, বুঝিয়া দয়াল ব্যাধি দিল মোরে,
বেদনা দিল প্রচুর ;
আমায় কত না যতনে শিক্ষা দিতেছে,
গর্ব করিতে চুর !
(কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু শয্যায় রচনা করেছিলেন)
নায়লা বারী
গানটা অসাধারন। আমার ভীশন প্রিয়।
Dibyendu Mukhoti
… তাই যশো অর্থ মানুষ স্বার্থ,
স্বাস্থ্য নয়।
Arup Gupta
Opurbo Gaanti…..majhe ekti Stanza hoito missing
PALLAB KUMAR CHATTERJEE
এই গানে সঞ্চারীর অংশটি ছেড়ে গেছে-
“যায়নি এখনও দেহাত্মিকা-মতি
এখনও কি মায়া দেহটার প্রতি
এই দেহটা যে আমি, এই ভাবনায়
হয়ে আছি ভরপুর।”
তারপর আসছে-
“ভাবিতাম আমি লিখি বুঝি বেশ,
আমার সংগীত ভালবাসে দেশ…” ইত্যাদি।
জ স
একদম ঠিক