আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।
নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়।
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়।।
নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়।।
(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াই আলা হয়।।
———————————–
গেয়েছেন: বারী সিদ্দিকী
PARU
THERE IS SOME MISTAKES IN THIS SONG…PLEASE RE WRITE…
parag
“আসান বন্ধুরে” না, হবে– “পাষাণ বন্ধুরে”
“কেবলই সুরের কারখানা” না, হবে– “কেবলই চোরের কারখানা”
“চোরে চোরে দেওয়ায় আলা হয়” না, হবে– “চোরে চোরে বেয়াই আলা হয়”
ধন্যবাদ
Bangla Lyrics
অনেক অনেক ধন্যবাদ। :-bd
ঠিক করে দিয়েছি।
আশা করি সবসময় পাশে পাবো।
sohag
“কি জানি কি আশা দিয়া” হবে না, “মিছামিছি আশা দিয়া” হবে।
Bangla Lyrics
ধন্যবাদ, ঠিক করে দেয়া হলো।
Asif
অনেক ধন্যবাদ
MD Imran fakir
বেওয়াই আলা মানে কি