ঘুমাও রজনীগন্ধা
আকাশের চাঁদ ঘুমিয়েছে ওই
দূর বনে নামে তন্দ্রা।।
শির শির শির শিশির ঝরার ছন্দে
বরষা রাতের বকুল বনের গন্ধে
তোমার যখন পোহাবে রাত্রি
আমার তখন সন্ধ্যা।।
এ গান আমার ঝরা পাতা হয়ে ঝরবে
ঘুম ভাঙ্গা ভোরে মনে কি আমার পড়বে? ।।
তখন তোমার সজল চোখের কাজলে
স্বপন জড়ানো শিথিল তনুর আঁচলে
বারণ না মামা মুছোনা গোপন
আঁখির অলক নন্দা।।
[গানটি লিখেছেন আজিজুর রহমান এবং সুর করেছেন মুনশী রইসউদ্দীন]
Leave a Reply