তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে ॥
রাতের আকাশে তারার মিতালি
আমারে দিয়েছে সুরের গীতালি
কত যে আশায় তোমারই নামে
জ্বালিয়ে আমি রেখেছি দীপালি
আকুল ভোমরা বলে সে কথা বকুলের কানে কানে ॥
এত যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে ॥
কথা : কে জি মোস্তফা, সুর : রবীন ঘোষ, ফেরদৌসী রহমান,
কণ্ঠ : তালাত মাহমুদ, অভিনয় : রহমান, চিত্রপরিচালক : এহতেশাম
মুভি : রাজধানীর বুকে (২ সেপ্টেম্বর ১৯৬০)
মতিউর
অসম্ভব পছন্দের একটা গান।
মোঃ মেসবাহুল আলম
জীবন্ত থেকে যাবে আজীবন। আর হয়তো এমন গান আসবে পরবর্তী জেনারেশন এ
Masum khan
আমার প্রিয় গান
Mayn uddin Bepary
অসাধারণ একটি গান আমার অনেক ভালো লাগে
Gazi Imran
লিরিক্স ভুল আছে
১.কত যে আশায় তোমারে আমি ×
কত যে আশায় তোমারই নামে✓
২. এতো যে কাছে চেয়েছি তোমারে ×
এতো যে কাছে পেয়েছি তোমারে ✓
৩. আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা ×
আকুল পাপিয়া ছড়ায়ে সে কথা ✓
Bangla Library
অনেক অনেক ধন্যবাদ।
Adnan Alam
আর আসবেনা এরকম গান।
গীতিকার কে,জি মোস্তাফা মারা গেছেন…
Md Tahsin
just wow
কাওসার আজম
আমার বাবা এ গান খুব পছন্দ করে