সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।।
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়।
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।।
পূর্ববর্তী:
« সব লাল পাথরই তো চুনি হতে পারে না
« সব লাল পাথরই তো চুনি হতে পারে না
পরবর্তী:
সবাই তো সুখী হতে চায় »
সবাই তো সুখী হতে চায় »
Leave a Reply