আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।
আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
পূর্ববর্তী:
« আমি হিসাব মিলাতে পারিনি
« আমি হিসাব মিলাতে পারিনি
পরবর্তী:
আসমানের যত তারা আজ কেন নিদ্রাহারা »
আসমানের যত তারা আজ কেন নিদ্রাহারা »
chayon debanath
amar monay onack dhukho dhakhabo aj kara.jokhon chila thokon bolichilam tomara.aj nay tome dhokho khotha bolbo ami kara.