একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য।।
আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের অক্ষরে অনেক চন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য।।
পূর্ববর্তী:
« একখানা মেঘ ভেসে এল আকাশে
« একখানা মেঘ ভেসে এল আকাশে
পরবর্তী:
একটি কথাই লিখে যাবো শুধু জীবনের লিপিকাতে »
একটি কথাই লিখে যাবো শুধু জীবনের লিপিকাতে »
md:Arif
অসাধারণ লেখা
কালীপ্রসন্ন মজুমদার
গানটির রচয়িতা র নাম কি? কেউ জানলে প্লিজ জানাবেন।
পিউ মল্লিক
Correction:
লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
Correction:
কেমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে বোঝাই সহজ পণ্য।
পিউ মল্লিক
কথা শ্রী সুবীর হাজরা
সুর শ্রী সুধীন দাশগুপ্ত
Usder sk
লিরিক্স এর কিছু লেখা ভুল আছে অক্ষরে হবে না আখরে হবে উজার এর জায়গায় উজাড় হবে চন্দ্র জায়গায় ছন্দ হবে করি বিষয়টা সংশোধন করে নিবেন তা না হলে যারা শিল্পী আছেন তাদের কাছে ভুল মেসেজ যাবে