এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর
বাঁকা কথাই বলতে থাকে
এ প্রিয়ার চোখের পাতা
ছায়াতে হয়না কালো
কখনো নয়নতারায়
ঝরেনা স্নিগ্ধ আলো
শুধু যে জ্বলে আগুন
তবু তার এমনি গুণ
পুড়বে জেনেও মন যে আমার
তাকেই দেখে তাকে দেখে
এ প্রিয়ার নেইতো জানা
ক্ষমা যে কাকে বলে
মমতা করুণা সে
যতনে এড়িয়ে চলে
গরলে ভরা সে প্রাণ
তবু তার এমনি টান
মরবে জেনেও এ প্রাণ আমার
চায় যে তাকে চায় যে তাকে
শিল্পীঃ মান্না দে।
ইন্দ্রজিত্ বিশ্বাস
“উষ্ণ বালু দেয় আমাকে” হবে ,
“এ প্রিয়ার নেই তো জানা ” হবে,
ক্ষমা যে কাকে বলে এর পরের লাইন “মমতা করুনা সে
যতনে এড়িয়ে চলে ” বাদ পড়েছে
বার বার শুধু বিরক্ত করছি
কিন্তু কি করব বলুন
২৭৪ বার পঠিত হওয়া সত্ত্বেও কেউ গানটির কোন সংশোধন করেনি
Bangla Lyrics
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আগে মনে হয় একবার ঠিক করা হয়েছিল। আরো অনেক গানেই কিছু সংশোধন করা হয়েছিল। কিন্তু হঠাত করে সার্ভার বিগড়ে যাওয়ায় এবং সব ব্যাকআপ না থাকায় ঐ সংশোধনগুলো আবার নষ্ট হয়ে গিয়েছিল।