আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি।।
ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।
ওই রূপের মাধবী মোর সংশয়ে রেখেছি।।
(যেন) কস্তুরী মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে
এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি।
ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য।
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই দেখেছি।।
পূর্ববর্তী:
« আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি
« আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি
পরবর্তী:
আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড় »
আমি নরাধম অধমের অধম পাজি আমি নচ্ছাড় »
Uttam Biswas
আজ ইতিহাস এই সব………
সৌরভ
কাউকে মন থেকে ভালবাসার আত্মতৃপ্তিটাই অন্যরকম। সে জানলে জানুক,না জানলেই বা কি আসে যায়?আমার ভালবাসার অনুভুতিটা পুরোটাই আমার।