নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি।
বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা
দ্বিধা থরথর মনেই তাইনা এসেছি।।
জলভরা মেঘ ওই দুচোখে
দেখতে আমি পেয়েছি।
একলা মনে নির্জনেতে
তোমার ছবি এঁকেছি।।
বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা।
বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা।
একটি কথাই শুনব বলে
তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো
তোমায় ভালোবেসেছি।।
পূর্ববর্তী:
« নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী
« নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী
পরবর্তী:
নিটোল পায়ে রিনিক ঝিনিক »
নিটোল পায়ে রিনিক ঝিনিক »
Leave a Reply