কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নেভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।।
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে।।
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা যেন যাই
আঁধারের রিদন শুনে।।
[গানটি গেয়েছেন সামিনা চৌধুরী]
Green arrow productions
I Like This……………Song Very Much…………..Thanks.
reaz01828400786
a good song