বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।
গীতিকারঃ মীরা দেব বর্মন
গেয়েছেনঃ শচীন দেব বর্মন
রায়হান
গানটি লিখেছেন মীরা দেব বর্মণ
Bangla Lyrics
ধন্যবাদ।
Kayes Munshi
Nice