জয় বাংলা বাংলার জয়।।
হবে হবে হবে, হবে নিশ্চয়
কোটি প্রাণ এক সাথে জেগেছে অন্ধরাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়।।
বাংলার প্রতি ঘর ভরে দিতে
চাই মোরা অন্নে।।
আমাদের রক্তে টগবগ দুলছে
মুক্তির রিক্ত তারুণ্যে।।
নেই ― ভয়
হস্ত হউক রক্তের প্রখ্যাত ক্ষয়।
আমি করি না করি না করি না ভয়।
অশোকের ছায় যেন রাখালের বাঁশরী
হয়ে গেছে একেবারে স্তব্ধ।।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার
আর ঐ কান্নার শব্দ।।
শাসনের নামে চলে শোষণের
সুকঠিন যন্ত্র।।
শব্দের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।
আর ― নয়।
তিলেতিলে মানুষের এই পরাজয়।।
আমি করি না করি না করি না ভয়।
জয় বাংলা বাংলার জয়।।
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরঃ আনোয়ার পারভেজ
সাগর
বাকিটুকু কোথায়? গানের অর্ধেকই তো নেই। লিখে লাভ হলো? বুদ্ধু?
Uzzal Gm
outstanding
Afrasim King
কি ফালতু গান।
King Of Ring
গানের বাকি অংশ কই।
Md. Muttarif Rahman
গানের কোন মানে নেই।
Ziaur Rahman
Oiii miya faltu gan mane
মিজানুর রহমান
Three star Worthy of receiving
Tahamina Khatun
গানের বাকি অংশ কোথায়?
Alam Khan
এটি এমন এক গান যা মুক্তিযুদ্ধের পক্ষের বীর বাঙালিকে উজ্জিবিত করে আর পরাজিত পদানত কানকাটা রাজাকারের পক্ষের লোকদেরকে বার বার লাঞ্ছিত করে।